
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ফের শহরে অগ্নিকাণ্ড। শীতের মুখেই শহরে একে একে লর্ডস মোড়, সল্টলেকে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গিয়েছিল। তারপর এবার অগ্নিকাণ্ডের খবর ভবানীপুরে। সূত্রের খবর, ৪০ নম্বর শ্যামাপ্রসাদ মুখার্জি রোডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বৃহস্পতিবার সন্ধেবেলা।
বিজলী সিনেমার পিছন দিকের বস্তির একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সন্ধে সাড়ে ছ'টার দিকে রান্না করার সময় আগুন লাগে বলে জানা গিয়েছে। অগ্নিকাণ্ডের পরেই ওই এলাকা ঢেকে যায় কালো ধোঁয়ায়, ছড়ায় আতঙ্ক।
কী ভাবে আগুন লাগল, চলছে তদন্ত। প্রাথমিকাভবে জানা গিয়েছে, রান্না করার সময় আগুন লাগলেও, সিলিন্ডার ব্লাস্ট করেনি। অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৬টি ইঞ্জিন। এই খবর লেখার সময় জানা গিয়েছে, আগুন নিয়ন্ত্রণে। বাড়িতে অগ্নিকাণ্ড হলেও, কোনও হতাহতের ঘটনা ঘটেনি। বাড়িতে কেউ আটকে নেই বলেও জানা গিয়েছে।
এর আগে ১৮ নভেম্বর আগুন লাগে সল্টলেকে। ফুটপাতের উপরে থাকা ছয় থেকে সাতটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছেছিল দমকলের তিনটি ইঞ্জিন। যদিও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
সন্ধ্যা নামতেই সদয় বরুণদেব, কলকাতায় ঝেঁপে বৃষ্টি, আগামী কয়েক ঘণ্টায় বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস
নিজেদের জীবন বাঁচান আগে, বড়বাজারে বাসিন্দাদের অনুরোধ মুখ্যমন্ত্রীর
মেছুয়ায় হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হোটেল মালিক ও ম্যানেজার
শহর কলকাতায় ফের অগ্নিকাণ্ড, এবার চিনার পার্কের রেস্তরাঁয় লাগল আগুন
মেচুয়াপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ড: কী জানালেন প্রত্যক্ষদর্শী?
টানা ১৯ দিন এই ডিভিশনে বাতিল থাকবে একাধিক লোকাল ও এক্সপ্রেস ট্রেন, কেন?
বড়বাজারে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারের পাশে রাজ্য, ক্ষতিপূরণ ঘোষণা মমতার
মা ফ্লাইওভারে ফের দুর্ঘটনা, বেপরোয়া বাইক চালিয়ে মৃত এক
কেউ ঝাঁপ দিয়ে বাঁচতে গিয়ে, কেউ অগ্নিদগ্ধ, মেছুয়া বাজারের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে মৃত বেড়ে ১৪